খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : নাটোরের বড়াইগ্রামে স্ত্রী মিনা রানী পালকে হত্যার দায়ে স্বামী কাজল সরকারকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের জুলাই মাসে কাজল ও মিনার মোবাইলে প্রেমের সম্পর্ক হয়। সেই সম্পর্কের সূত্র ধরেই তাদের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্ত্রী মিনার উপর শারিরিক ও মানুষিক নির্যাতন চালাতো কাজল। এর জের ধরে ওই বছরের ১২ অক্টোবর সোমবার রাতে মিনাকে গলায় রশি জাতীয় কিছু পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে কাজল। পরের দিন সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনার মৃতদেহ উদ্ধার স্বামী কাজলকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত মিনার বাবা সদানন্দ পাল বাদী হয়ে সোমবার রাতেই কাজল সরকারের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত কাজলের বিরুদ্ধে চার্জশীট দেয়। প্রায় দেড় বছর মামলা চলার পর আজ বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অভিযোগটি সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামী কাজল সরকারকে মৃত্যুদন্ডের আদেশ দেন। নিহত মিনা রাণী কালিকাপুর মহল্লার কাজল সরকারের স্ত্রী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের সদানন্দ পালের মেয়ে।