খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : সিদ্দিক হোসেন, দিনাজপুর : বীরগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম দিবস পালনের প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০১৭ইং উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম কাওসার, ওসি আবু আক্কাছ আহ্মেদ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ, মাদ্রাসা ও সাংবাদিক প্রতিষ্ঠান সহ সকল সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/২০১৭ইং উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভায় দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে।