খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : গাজীপুরের কাপাসিয়ায় সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম স্থাণীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় নিজ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক শীতলক্ষার সম্পাদক শেখ তমিজ উদ্দিন আহমদ খোকা, দৈনিক ভোরের কাগজ কাপাসিয়া প্রতিনিধি নূরুল আমীন সিকদার, দৈনিক মানবজমিন কাপাসিয়া প্রতিনিধি মো.মজিবুর রহমান মিলন, দৈনিক মানবকন্ঠ কাপাসিয়া প্রতিনিধি মন্জুরুল হক, দৈনিক যায়যায়দিন কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, দৈনিক ভোরের পাতা কাপাসিয়া প্রতিনিধি আসাদুল্লাহ মাসুম, দৈনিক মুক্তখবর স্টাফ রির্পোটার আকরাম হোসেন হিরন, দৈনিক সংবাদ কাপাসিয়া প্রতিনিধি সমির বণিক, দৈনিক আলোকিত সময় কাপাসিয়া প্রতিনিধি আব্দুল কাইয়ূম, সাপ্তাহিক ভাওয়াল কাপাসিয়া প্রতিনিধি উম্মে কুলছুম শিল্পী প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আতিকুল ইসলাম রিংকু, জেলা পরিষদ সদস্য ওয়াহাব খান খোকা, ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
সভায় ইউএনও মাকছুদুল ইসলাম কাপাসিয়া উপজেলার সার্বিক বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে জানতে চেয়েছেন। তিনি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে কথা বলেছেন। সাংবাদিকরা উপজেলায় মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং ও বাল্য বিয়ে বন্ধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন।
দৈনিক মানবজমিন সাংবাদিক মজিবুর রহমান মিলন বলেন, কাপাসিয়া উপজেলায় কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। এখানে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সমন্বয় রয়েছে এমনকি সাংবাদিকদের মাঝেও সমন্বয় রয়েছে।
সভায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আমীন সিকদার উপজেলায় উদীচী’র কার্যক্রমসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কথা বলেন। পরে সাংবাদিক মন্জুরুল হক ইউএনও মহোদয়ের হাতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর লেখা একটি বই তুলে দেন।