খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মিনিবাস ও সিএনজি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) বিকাল ৩টার দিকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকায় ৬ নং ব্রিজে সিএনজি ও মিনিবাস সংঘর্ষে সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও মৌলভীবাজারের কনকপুর গ্রামের রিছাত মিয়া নিহত হন। আহতরা হলেন মোস্তফা মিয়া (৩৫), তান্নি জাহান মিম (২১), রেশমা খানম (২৮)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, বিকেলে মৌলভীবাজার থেকে আসা যাত্রীবাহী মিনিবাস ও একটি সিএনজি চালিত অটোরিক্স সংঘর্ষে সিএনজির চালক সাইফুল ও যাত্রী রিছাত ঘটনাস্থলে মৃত্যু হয়। এ সময় আরো তিনজন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মৌলভীবাজার ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসার রোবেনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মিনিবাস ও সিএনজি সংঘর্ষে দুইজন নিহত ও ৩জন আহত হন।ুু আহতদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।