খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : গাজীপুরের শ্রীপুরের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারকে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের উদ্দ্যোগে উপজেলা হল রুমে এ বরণ সংবর্ধণা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, উপজেলা কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা, উপজেলা কমান্ডার মোঃ সিরাজুল হক, তেলিহাটি ইউপির চেয়ারম্যান আ. বাতেন সরকার, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল জলিল,
এসময় বরণ সংবর্ধনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবু আকতার খাঁন, জেলার সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার আ.জ.ম এনামুল হকসহ উপজেলা পরিষদে কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এসময় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়, উপজেলা পরিষদ, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা কর্মচারী কল্যান সমিতি, শ্রীপুর প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠন।
বরণ অনুষ্ঠান শেষে আসছে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে আলোচনা ও প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।