Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭ : 79রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের খুটিপাড়ায় বিদ্যুতিক সর্টসাকের্টের আগুনে ভূষিভূত পরিবারের গতকাল বৃহস্প্রতিবার মাঝে মডার্ন হারবাল কোম্পানির চেয়ারম্যান রাখি রায়হান কর্তৃক নগদ অর্থ, বস্ত্র, শুকনো খাবার বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর সম্মানিত মেম্বার মো: আব্দুল আজিজ, মডার্ন হারবাল এর জি এম সোহেল রানা, মডার্ন হারবাল এর ভাগনিজামাই মোক্তার হোসেন, সাবেক ছাএলীগ নেতা শহিদুল ইসলাম এবং বানেশ্বর বাজার বণিক সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু রহমান বাবু প্রমূখ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৪.৪০মিঃ সময় বানেশ্বরের খুটিপাড়া গ্রামে বিদ্যুতিক সর্টসাকের্টের আগুনে তিনটি বাড়ি ভুষিভূত হয়। ফাঁয়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্টসের পুঠিয়া উপজেলা ইউনিট ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঐ দিন খুটিপাড়া এলাকার এমাজ উদ্দিনের ছেলে এনামুল ও তার দুই ছেলে আলমগীর, রেজউলের শয়ন কক্ষ পুড়ে ছাই হয়। এতে নগদ টাকা ৮০-৯০হাজার টাকা, তিন কক্ষে থাকা টেলিভিশন, মোবাইল, আলমারী, ডেসিং টেবিল, সুকেচসহ বিভিন্ন ধরনের প্রায় তিন লক্ষ্যধিক টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।