Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: বঙ্গবন্ধুর স্মৃতি এবং জীবন দর্শন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার রাজশাহী বিভাগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং বঙ্গবন্ধু স্মৃতিক সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা ড. প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সভাপতি ডা. এস এম বাদশা মিয়া ও সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জামান। সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ডা. আমানউল্লাহ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু জীবন ও আদর্শ সমাজ, রাষ্ট্র ও পরিবারে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে এই সংগঠন কাজ করছে। যতদিন না প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু জীবন ও আদর্শ বাস্তবায়িত না হবে ততদিন এই সংগঠন কাজ করে যাবে।