খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: কাপাসিয়া (গাজীপুর) : তরুণদের উপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভরশীল।তরুণদের বেশি বেশি মানুষের কল্যানে কাজ করতে হবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বই পড়তে হবে। বইয়ের সাথে বন্ধুত্ব গড়তে হবে। তাহলে আমরা উন্নত জাতিতে রুপান্তরিত হইতে পারব। শনিবার সকাল ১১টায় কাপাসিয়া উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিক্ষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ, বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপ-সহকারি প্রকৌশলী আঃ লতিফ খন্দকার, সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী ভূইয়া, সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম, পরিচালনা পর্ষদ সদস্য ফেরদৌসি বেগম, প্রধান শিক্ষক এমদাদুল হক আরমান, শিক্ষার্থী তারেক মোড়ল, পাপিয়া বিশ্বাস, আ’লীগ নেতা কাজী মোশারফ হোসেন বাবুল, আঃ হালিম, মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন, আমজাদ হোসেন, প্রদীপ ঘোষ, টুটুল, আলাউদ্দিন, প্রমুখ। শিক্ষা প্রকৌশর অধিদপ্তর (রাজস্ব) ৭০ লক্ষ টাকা ব্যায়ে এ একাডেমিক নির্মাণ করা হবে।