খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাই ও দুলাল মিঞা প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত হয়।
দুলাল মিঞা প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-৪আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন,কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রশিদুল ইসলাম, নীলফামারী জেলা পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন মিথুন, থানা অফিসার ইনচার্জ মোঃ বজলুর রশিদ। উপস্থিত ছিলেন জাগো রংপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফেরদৌস আলী, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান,দুলাল মিঞা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মাগুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হোসেন শিহাব মিঞা,কিশোরগঞ্জ, জি.সি.ও.ডব্লিউএবি এর সমাজ কল্যান সম্পাদক ও সমাজ সেবক মোঃ রেজাউল করিম (রেজা), মাগুড়া বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হারুর-অর-রশিদ,মাগুড়া শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহ আব্দুর মুরাদ রুবেল,সাংবাদিক কাওছার হামিদ,বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার সদস্য মোশাররফ হোসেন, মাগুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আমীর আলী মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোজহারুল ইসলাম মিলন, নাইমুল হক, ইউপি সদস্য আহাদ আলী,মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী মেজবাহুজ্জামান,ছাত্রলীগ নেতা নুরমোহাম্মাদ, ফরিদুল ইসলাম, অত্র মাদ্রাসার মোহতামীম হাফেজ হাসানুর রহমান হাসান, ওয়ালটন শো-রুমের পরিবেশক ও সাদ ইলেক্ট্রনিক্্র এর স্বত্তাধিকারী আব্দুল আলিমন লিটু, সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদঢালাইয়ের পর মোনাজাত শেষ করে দুলাল মিঞা প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সাইনবোর্ড উত্তোলণ ও বিদ্যালয় পরিদশর্ন করেন অতিথিরা।