Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭:  29নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সমাজের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাগাতিপাড়া মডেল থানা গত বৃহস্পতিবার থেকে এ মতবিনিময়ের আয়োজন করছে। শনিবার দুপুরে তকিনগর আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজের হল রুমে অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক মঞ্জুরুল আলম মাসুমের সঞ্চালনায় সভায় মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এস আই অপু ঘোষ। এছাড়াও একই দিনে এস আই লেবু মিয়া একডালা উচ্চ বিদ্যালয়ে ও এসআই রোস্তম আলী চকগোয়াশ-বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ে এ সভা করেন। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে বলে থানা সুত্রে জানা গেছে।