খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: পঞ্চগড়ের ভাউলাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিল বাহার আলীকে মারপিট ও লাঞ্জিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ শনিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজারে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। ঘন্টাব্যাপী মানববন্ধনে কলেজের শিক্ষার্থী,অভিভাবক ও সব স্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাউলাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আব্দুর সোবহান, চিলাহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল রানা, কলেজের শিক্ষার্থী শিউলি বেগম, আশরাফুল ইসলামসহ অভিভাবকরা। বক্তারা অবিলম্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসুচীর ঘোষনার হুশিয়ারী দেন তারা। পরে পঞ্চগড় জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভাউলাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে স্থানীয় কয়েকজন যুবক অধ্যক্ষকের উপর হামলা চালায় এবং তাকে লাঞ্চিত করে। এ সময় তারা অফিস কক্ষেও ভাঙচুর চালায়। এর মধ্যে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও কোন সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষর্থী ও অভিভাবকরা মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।