রোগীর সাথে অপ্রীতিকর ঘটনার জেরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪ জন ইন্টার্ণ চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নেয়া বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ৭২ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ইন্টার্ণি চিকিৎসকসহ শিক্ষার্থীরা। সকাল থেকে কাজে যোগ দেননি প্রায় দেড়শত ইন্টার্ন (শিক্ষানবীশ) চিকিৎসক। ফলে রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা।
অপ্রীতিকর ঘটনা ও চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৪ জন ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় স্বাস্থ্য বিভাগ। এই ৪ জন ইন্টার্ন চিকিৎসকের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল ৮টা থেকে ৭২ ঘটনার কর্মবিরতি শুরু করেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দেড়শত ইন্টার্ন চিকিৎসক। আদেশ প্রত্যহারের দাবিতে দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। সংহতি জানিয়ে এতে অংশ নিয়েছে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবি পুরন করা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাবার হুমকি দিয়েছেন তারা। পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা।
আকষ্মিক ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির ফলে রোগীদের সার্বিক তদারকি ব্যবস্থাপত্রসহ দেওয়াসহ প্রয়োজনীয় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন নিয়মিত চিকিৎসকরা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. তৌহিদ আলম জানান, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসা সেবায় বিঘœ ঘটছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সরল চন্দ্র রায় জানান, ধর্মঘটের ফলে উদ্ভুদ পরিস্থিতি সামাল দিতে বিভাগীয়সহ অন্যান্য চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। রোগীর সেবায় চিকিৎসা কার্যক্রম সচল রাখতে জরুরী ইউনিট খোলা প্রক্রিয়া নেয়া হচ্ছে।
দূর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত ইন্টার্ন চিকিৎসকদের সমস্যা সমাধান করার জোর দাবি জানিয়েছে রোগী ও স্বজনরা