খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: মিয়মনসিংহের ত্রিশালে হালিমা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, কাঠাঁল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, অ্যাডভোকেট মাহবুবুল আলম ফরিদ, ত্রিশাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান,বিলবোকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল ওয়াদুদ সরকার,আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহাব পল্লী উন্নয়ন যুব সংঘের সভাপতি নূরে আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ।