খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: কুষ্টিয়ার ভেড়ামারায় স্বপন হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার বাহাদুরপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মিন্টু মাষ্টার, যুবলীগের সেক্রেটারী মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন, জাসদ নেতা হাসান সরোয়ার, জেলা ছাত্রলীগের সদস্য এসএম নাহিদুল ইসলাম রবিন সহ এলাকার হাজার হাজার জনগণ অংশগ্রহণ করে। কর্মসূচীতে স্বপন হত্যাকারীদের অতি স্বত্ত্বর গ্রেফতার করে ফাঁসির দাবী জানানো হয়।
উল্লেখ্য, গত ৫ ই ফেব্রুয়ারী দুপুরে স্বপনের প্রবাসী বন্ধু শাহাজাহাকে ঢাকা বিমানবন্দরে আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অপর এক বন্ধু রুবেল। তারপর থেকেই স্বপনের কোন প্রকার সন্ধান না পাওয়ায় গত ০৮/০২/২০১৭ ইং তারিখে তার পিতা সামসুল হক এই সংক্রান্ত ভেড়ামারা থানায় একটি সাধারন ডায়েরী করে। ভেড়ামারা থানা পুলিশ স্বপনের ব্যবহৃত মোবাইল সিম নাম্বার ট্রাকিং করে দেখতে পায়, সর্বশেষ টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায় ব্যবহৃত হয় নিখোঁজ স্বপনের ০১৭৩৯৭২৬০১৯ এই সিম নাম্বারটি। এরই সুত্র ধরে, স্বপনের পরিবার টাঙ্গাইল সদর থানায় গেলে পুলিশ জানায়, গত ০৮/০২/২০১৭ ইং তারিখে একটি অজ্ঞাতনামা যুবকের লাশ বেওয়ারিশ হিসাবে টাঙ্গাইল সদর গোরস্থানে দাফন করা হয়েছে। থানার সূত্রধরে টাঙ্গাইল সদর হাসপাতালে স্বপনের আত্মীয়-স্বজন হাসপাতাল কর্তৃপক্ষের নিকট যায়। সেখানে সংরক্ষন রাখা ছিল অজ্ঞাতনামা যুবকের লাশের ছবি। সেই লাশের ছবি দেখেই স্বপনের পরিবার শনাক্ত করে স্বপনকে। স্বপন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৈগাড়ীপাড়া এলাকার সামসুল হকের পুত্র।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার জানিয়েছেন, স্বপনের ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।