খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: ঢাকা টু টঙ্গীবাড়ীর কালীবাড়ী রুটে যাত্রীবাহী বাস খাদে পরে প্রানে বেচেছে যাত্রীরা কিন্তু গুরুতর আহত হয়েছেন ৫ জন যাত্রী। টঙ্গীবাড়ী উপজেলার কালীবাড়ী হইতে ছেড়ে আসা বাস ব্রাক্ষনভিটা স্কুলের পাশ দিয়ে ঢাকা যাওয়ার পথে শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে যায়। গুরুতর আহতদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা কমপ্লেক্্েরর স্বাস্থ্য কর্মকর্তা ডা: এম.এ বাশার জানান- গাড়ী দূর্ঘটনায় আহত যাত্রী আমির, মোখলেছুর, সাহারা খাতুন সহ অন্যান্যদের চিকিৎসা দেয়া হচ্ছে। টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকতা মোহাম্মদ আলমগীর হোসেন জানান- দূর্ঘটনায় কবলীত স্থান পরিদর্শন করে গাড়ীটি উদ্ধারের ব্যবস্থা হচ্ছে, আহতরা চিকিৎসা নিচ্ছে। দূর্ঘটনার পর থেকে ড্রাইভার পলাতক রহিয়াছে।