খােলা বাজার২৪।। শনিবার, ৪ মার্চ ২০১৭: চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের অপরাধে শফিকুল ইসলাম (৩৫) ও নূর আলী (৪৫) কে ৬ মাস করে এবং বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজী শাহ আলমকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৫শ’ গ্রাম গাজাসহ আটক নাজমা বেগম (৩৫) এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।
শনিবার (৪ মার্চ) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. শহীদ হোসেন চৌধুরী শফিকুল ইসলাম ও নুর আলীকে ৬ মাসের কারাদন্ড দেন এবং সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মমেনা বেগম কাজী শাহ আলমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, দুপুরে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মাদক সেবন অবস্থায় শফিকুল ইসলাম ও নুর আলীকে আটক করেন এবং উপজেলার বড় গাঁও গ্রাম থেকে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজী শাহ আলমকে আটক করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, আটক নাজমা বেগম মাদকসহ আরো কয়েকবার আটক হয়েছে। ওই সময় তাকে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হলেও সে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হবে। বাকী দন্ডপ্রাপ্ত ৩জনকে বিকেলে জেলা করাগারে পাঠানো হয়েছে।