খােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫টি ঝুটের গুদাম। টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার দিবাগত রাতে টঙ্গীর নামাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোরশেদুল ইসলাম জানান, রোববার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মিলগেট নামাবাজার এলাকার একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে মূহুর্তের মধ্যে আগুন পাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে বাবুল মিয়া, মো. কামরুজ্জামান, মো. মুহিন, কামরুল ইসলাম ও লিটন মিয়ার ৫টি গোডাউনের মালামাল সমস্ত মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষনিক ভাবে ক্ষতির পরিমান জানা যায়নি।