Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা’ বদলে যাবে বিশ্ব কর্মে নতুন মাত্রা” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে। মানববন্ধনে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারেশী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুখশানা মমতাজ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের,আরডিআএস বাংলাদেশ এর হাসিনা পারভিন, ব্য্রাকের জেলা প্রতিনিধি একে আজাদ,বিকাশ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আলাউদ্দীন প্রধান, অগ্রণী মহিলা উন্নয়ন সমিতির সভাপতি মনিরা পারভিন,জেলা পরিষদে মহিলা সংরক্ষিত সদস্য আকতারুন নাহার সাকী,বিদ্যালয়ের শিক্ষার্থী,বিভিন্ন এনজিও প্রতিনিধি ও কর্মীরা অংশ নেন।