খােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার দায় স্বীকার করা ওই আসনের সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) শামছুজ্জোহাকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে গত বুধবার রাতে আরেক সহযোগি সুবল কসাইকে রংপুর থেকে গ্রেফতার করা হয়। এনিয়ে লিটন হত্যা মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হলো।
গ্রেপ্তারকৃতদেরকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া এই মামলায় সন্দেহভাজন হিসেবে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে সুন্দরগঞ্জে বিভিন্ন সময়ে সংঘটিত বিভিন্ন নাশকতার মামলা সহ অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আজ দুপুরে শামছুজ্জোহাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, এমপি লিটন হত্যার ঘটনায় অস্ত্র,অর্থ ও পরিকল্পনাকারি আব্দুল কাদের খাঁন ইতোমধ্য দায় স্বীকার করেছেন। হত্যায় অংশ নেওয়া চার কিলারের আদালতে দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী শামছুজ্জোহাকে রোববার ভোর রাতে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
শামছুজ্জোহা সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের আবদুল জোব্বারের ছেলে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী সাবেক এমপি আব্দুল কাদের খাঁনের ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন তিনি।
গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টাপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে গুরুত্বও আহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন।পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।পওে নিহতের বোন ফাহমিদা বুলবুল কাকলি অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।