খােলা বাজার২৪।। রবিবার, ৫ মার্চ ২০১৭: মৌলভীবাজার : ফ্লাগুনের তৃতীয় সাপ্তাহে মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।
রবিবার (৫ মার্চ) দুপুরের দিকে বৃষ্টি শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। এতে শুষ্ক আবহাওয়া ও ধুলাবালির সাময়িক অবসান ঘটে। বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন আমের মুকুল ও গ্রীষ্মকালীন ফসলের জন্য উপকার হবে। বৃষ্টির পরশ পেয়েছে চা বাগানের পাতাগুলো। চা-শিল্পাঞ্চলজুড়ে এটাই এই মৌসুমের প্রথম বৃষ্টিপাত। হঠাৎ বৃষ্টির এ প্রাকৃতিক ধারাকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন চা বিশেষজ্ঞরা।
জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা বলেন, এই বৃষ্টিপাতের ফলে চা গাছে নতুন কুঁড়ি গজাবে। ফলে পাতা চয়ন (পাতা উত্তোলন) আরো আগে করা সম্ভব হবে। এই বৃষ্টি চায়ের জন্য খুব উপকারি এবং সহায়ক।
তিনি আরো বলেন, সব সফলের জন্যই বৃষ্টিপাত উপকারি। কিন্তু চায়ের জন্য আরো বেশি উপকারি। কারণ বৃষ্টিপাত ছাড়া চাগাছ বাঁচানো সম্ভব নয়। তবে আরেকটি বিষয় হলো, বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয় অর্থাৎ গ্যাপ-পিরিয়ড যদি বেড়ে যায়, তখন আবার বিভিন্ন সমস্যা দেখা দেয়।