খােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭: আগামী ১৭ মার্চ, ২০১৭ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু উৎসব। জাতীয় শিশু উৎসব উপলক্ষে দ্বিতীয়বারের মত চট্টগ্রামে দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু উৎসব উদযাপন উপলক্ষে দ্বিতীয় প্রস্তুতি সভা ৪ মার্চ বিকাল ৫ টায় নগরীর মোমিন রোডস্থ কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তরুণ প্রজন্মের কাছে যত বেশি ছড়িয়ে দেওয়া সম্ভব হবে আগামী প্রজন্ম ততবেশি মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হবে এবং সুন্দর আগামী গড়তে এগিয়ে আসবে।
বক্তারা, চট্টগ্রামের সকল বঙ্গবন্ধু প্রেমীকে ও মুজিব আদর্শের সৈনিকদের বঙ্গবন্ধু শিশু উৎসবে সহযোগিতা করার আহ্বান জানান। সভায় উৎসব উদযাপন পরিষদের কার্যকরী মহাসচিব মোঃ জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড. এম জাফর আলম,কবি জাহাঙ্গীর আলম চৌধুরী,অধ্যক্ষ রতন দাশগুপ্ত,স্বপন সেন,অধ্যাপক সৈয়দ মোঃ মিসবাহ উদ্দিন, মুহাম্মদ আব্দুর রহীম চৌধুরী,মোঃ কাজী সাইফুল ইসলাম, সুমন চৌধুরী, মোঃ জামাল উদ্দিন, সুভাষ চৌধুরী টাংকু, মোস্তাফিজুর রহমান মানিক, প্রকৌশলী টি.কে সিকদার, কবি সঞ্চয় কুমার দাশ,দীপালী ভট্টাচার্য, সুপায়ন বড়ুয়া, গাজী সাইফুল ইসলাম।
সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দকে বঙ্গবন্ধু শিশু উৎসব সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান এবং চট্টগ্রামের সর্বস্তরের বঙ্গবন্ধু প্রেমীদের এগিয়ে আসার অনুরোধ জানান।সভা শেষে অনুষ্ঠান সফল করতে প্রচার ও প্রকাশনা উপ-কমিটি,র্যাফেল ড্র উপ-কমিটি,সাংস্কৃতিক প্রতিযোগিতা উপ-কমিটি,অর্থ উপ-কমিটি এবং আপ্যায়ন ও অভ্যার্থনা উপ-কমিটি গঠন করা হয়। উৎসবের আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে চট্টগ্রামের ৫০০ জন শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রদান, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, র্যাফেল ড্র, মুক্তিযোদ্ধা সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।