খােলা বাজার২৪।। সোমবার, ৬ মার্চ ২০১৭: সকাল আটটা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি একেবারেই কম। কোথাও কোথাও বিএনপি সমর্থিত ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। সকাল পৌনে ১০টায় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বুথগুলো ভোটার শূন্য। কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা গল্প করে অলস সময় কাটাচ্ছেন। ৬ নম্বর বুথে ঢুকে জানা যায়,সেখানে মোট ভোটার সংখ্যা ৫০১ জন। তখন পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। ৪ নম্বর বুথের মোট ভোটার ৩৮০ জন, ভোট পড়েছে মাত্র ২২টি। ৫ নম্বর বুথের মোট ভোটার ৪৬৫ জন,ভোট পড়েছে ২৮টি। অস্বাভাবিক ভোট কম পড়ার কারণ জানতে চাইলে ধানের শীষের এজেন্ট রাসু আহম্মেদ জানান, উপ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ এমনিতেই কম। তাছাড়া রাতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ইচ্ছা থাকা সত্বেও অনেকে ভোট দিতে আসছেন না। তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আকরাম হোসেন বলেন, বেলা বাড়লে ভোটার বাড়বে বলে তিনি মনে করছেন। এরআগে সকাল ৯টা ২০ মিনিটে কামারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানকার ২ নম্বর বুথে শুধু একটা ভোট পড়েছে। ১ নম্বর বুথে পড়েছে ১১টা। ৩ নম্বর বুথে মোট ভোটার ৩৫৭, ভোট পড়েছে ৫৫ জন। এখানকার আইন শৃংক্ষলারক্ষাকারী বাহিনীর উপ পরিদর্শক সাহেদ আলী জানান, কেন্দ্রের আইন শৃংক্ষলা খুব ভাল। এখানে কেন্দ্রে আসতে কাউকে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া যায়নি। তবে বড়াইগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন সেখানকার মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী মোল্লা বিএনপি সমর্থক ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করছেন। তিনি ভোটারদের বলছেন,তাঁদের ভোট হয়ে গেছে। তবে এ অভিযোগ ওই আওয়ামী লীগ নেতা অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা অপপ্রচার মাত্র।