খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে মার্কিন প্রশাসন। এছাড়া আরো দুটি দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। এগুলো হল, পাকিস্তান ও আফগানিস্তান। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আগে থেকেই এ সতর্কতা কার্যকর ছিল। সতর্কতায় মার্কিন নাগরিকদের আফগানিস্তান ভ্রমণ এড়িয়ে চলার কথা বলা হয়েছে।
এছাড়া বিশ্বজুড়ে মার্কিন সরকারের স্থাপনাগুলো সতর্ক অবস্থায় রয়েছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব স্থাপনা ও প্রতিষ্ঠানে সাময়িক সেবা দেয়া বন্ধ রাখা হতে পারে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে- দক্ষিণ এশিয়ায় হামলার পরিকল্পনা করছে সন্ত্রাসীরা। মার্কিন স্থাপনা, নাগরিক ও স্বার্থে এ হামলা হতে পারে।