খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: ছয় মুসলিম দেশের মানুষের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ওই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
এর আগেই সাতটি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এসব দেশের তালিকা থেকে ইরাককে বাদ দিয়ে ওই ছয়টি দেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখলেন ট্রাম্প। দেশগুলো হচ্ছে ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
সিএনএন জানিয়েছে, এ নির্বাহী আদেশ অনুযায়ী আগামী ১২০ দিনের জন্য সব ধরনের শরণার্থীসংক্রান্ত কাজ বন্ধ থাকবে। আগামী ১৬ মার্চ থেকে ট্রাম্পের ওই আদেশ কার্যকর হবে। নির্বাহী আদেশ অনুযায়ী, এখন থেকে বছরে ৫০ হাজারের বেশি শরণার্থী নেবে না যুক্তরাষ্ট্র।
তবে ওই ছয় দেশের বাসিন্দা হলেও যাদের গ্রিনকার্ড আছে তাদের ক্ষেত্রে ওই আদেশ শিথিল থাকবে।