খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭:
আজহারুল হক, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে জঙ্গিবাদ প্রতিরোধ, অটিজম ও ¯স্নায়ূবিকাশজনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ শংকর কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক কামরুজ্জামান মিয়া, ডা. সুলতান আহমেদ প্রমুখ।