Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

68খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: আলমগীর হোসেন, গাজীপুর : ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানকে সোমবার (৭ মার্চ) আদালত থেকে কারাগারে নেয়ার পথে পুলিশের প্রিজনভ্যানে বোমা নিক্ষেপ করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা কালে মোস্তফা কামাল নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ঘটনায় ওই দিন রাতে মোস্তফা কামালসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পরে মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করলে আদালতের বিচারক ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটককৃত মোস্তফা কামাল ময়মনসিংহের তারাকান্দা থানার পাগুলি (বন্দেরবাড়ি) গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি নরসিংদীর মাধবদীর শেখেরচর জামিয়া ইমদাদিয়া মাদরাসায় পড়াশোনা করতেন।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, মামলার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফা কামালের ১০ দিনের রিমান্ড চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক মাহবুবা আক্তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্র্রসঙ্গত, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাজিরার জন্য কাশিমপুর কারাগার থেকে সোমবার সকালে ঢাকায় আদালতে পাঠানো হয়।
হাজিরা শেষে কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনার পথে বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর কলেজ গেট এলাকায় পৌঁছালে পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে মোস্তফা কামাল দুটি হাতবোমা নিক্ষেপ করে। দুটি বোমাই লক্ষ্যভ্রষ্ট হয়ে রাস্তায় পড়ে বিস্ফোরিত হয়।
পরে ঘটনাস্থল থেকে দুটি ব্যাগসহ পুলিশ তাকে আটক করে । এসময় তার ব্যাগ তল্লাশি করে দুই রাউন্ড গুলিভর্তি আগ্নেয়াস্ত্র, ১৩ রাইন্ড পিস্তলের গুলি, দুটি পেট্রোলবোমা, পাঁচটি ককটেল, চাপাতি, বোমা তৈরির লোহার বল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।