Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

dinajpurখােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অধিন বিরামপুর ফুলবাড়ী রাস্তায় মহেশপুর নামক এলাকায় ছিনতাই হওয়া ট্রাক ও লুন্ঠিত এম.এস রোড ফুলবাড়ী থানা পুলিশ গত ১৬ দিনেও উদ্ধার করতে পারে নি। ঘটনার বিবরণী প্রকাশ যে ট্রাক মালিক রাজেশ কুমার, পিতাঃ মৃত: গণেশ প্রসাদ, সাং-খালপাড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর। ভাড়ায় দেয়া ট্রাকের ১৪ টন (৮ মিলি) রোড প্রত্যেকটির গায়ে এস.আর.এম, টিএমপি ৫০০ ওয়াড ইংরেজিতে খোদাই করে লেখা আছে। গত ১৯ ফেব্রুয়ারী ২০১৭ রাত আনুমানিক ১১ টা ৩০ ঘটিকায় উক্ত ট্রাকটি যাহার নং-বগুড়া-ট-১১-১২২৫ (৭ টনি ট্রাক) কোম্পানী টাটা মডেল নং-১১০৯। নারায়নগঞ্জ জেলার ডেমরা থানাধীনের মতিয়ার এন্টারপ্রাইজ হতে ১৪ টন (৮ মিলি) রড যাহার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। প্রত্যেকটি রোডের মাথায় গোলাপি রঙের ক্যাপযুক্ত নিয়ে শিপন ট্রান্সপোটের মাধ্যমে মেসার্স মীনা ষ্টীল দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রাকটি নারায়নগঞ্জ হয়ে গোবিন্দগঞ্জ গাইবান্ধা জেলা হয়ে দিনাজপুর আসার সময় বিরামপুর ফুলবাড়ী রাস্তায় মহেশপুর নামক স্থানে মহাসড়কে গত ২০ ফেব্রুয়ারী ২০১৭ইং তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছলে ৩-৪ জন দূষ্কৃতিকারী একটা খালি ট্রাক নিয়ে উক্ত রোড বোঝাইকৃত ট্রাকের সামনে এসে ট্রাকের গতিরোধ করে ট্রাক ড্রাইভার ও হেলপারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ড্রাইভার ও হেলপারের চোখ বেঁধে দূষ্কৃতিকারীদের ব্যবহৃত মাইক্রো বাসে উঠিয়ে নিয়ে আনুমানিক ৩০-৪০ মিনিট পরে চোখ বাধা অবস্থায় অজ্ঞাতনামা ঘরের ভিতরে রেখে পালিয়ে যায়। পরবর্তী সময়ে ট্রাক ড্রাইভার মোঃ নুর নবী ঘটনাটি ট্রাক মালিক রাজেশকে জানালে রাজেশ কুমার গত ২২ ফেব্রুয়ারী ২০১৭ইং তারিখে ফুলবাড়ী থানায় এসে ট্রাক ছিনতাই ও মালামাল লুটের একটি মামলা দায়ের করে যহার মামলা নং-২৭, ধারা-৩৯৪ দন্ডবিধি। পরবর্তী সময়ে উক্ত খালি ট্রাকটি নীলফামারী জেলার ডমার থানার অদূরে পাওয়া যায়। যা বর্তমানে নীলফামারী থানায় ট্রাকটি আছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিম উক্ত মামলাটি লিপিবদ্ধ করে আক্কেল আলীকে মামলাটি তদন্ত অফিসার নিয়োগ করেন। কিন্তু গত ১৫ দিন পার হয়ে যাওয়ার পরেও ফুলবাড়ী থানা পুলিশ লুন্ঠিত ট্রাকটির রড উদ্ধার করতে পারে নি। এ ব্যাপারে অভিজ্ঞ মহলের ধারণা ছিনতাই কারীরা অত্র এলাকার প্রভাবশালী হওয়ার কারণে পুলিশ এদের ধার কাছে ভিড়ছে না। ফুলবাড়ী থানা পুলিশ একটু আন্তরিক হলে লুন্ঠিত এই রড উদ্ধার করা সম্ভব বলে অভিজ্ঞ মহল মত প্রসন করেছে।