Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

74খােলা বাজার২৪।। মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭: রাজশাহীর তানোরে গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাার কাছে থেকে ৮০ হাজার টাকা জরিমানা করে তাকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। আর এ খবর সাধারণের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনা ধামাচাপা দিতে ওই কর্মকর্তাকে রাতারাতি তানোর ‘সরঞ্জাই’ এরিয়া থেকে পুঠিয়া এরিয়া অফিসে বদলী করা হয়েছে। অপরদিকে নোবেল বিজয়ী প্রতিষ্ঠানের ওই কর্মকর্তার এমন অপকর্মের কারণে সাধারণের মধ্যে গ্রামীণ ব্যাংক নিয়ে চরম নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। তানোর ‘সরঞ্জাই’ এরিয়া গ্রামীণ ব্যাংকের নাম প্রকাশে এক কর্মকর্তা বলেন, এক জনের অপকর্মের কারণে পুরো গ্রামীণ ব্যাংকের সুনামক্ষুন্ন হতে চলেছে। তিনি বলেন, এক জনের অপকর্মের দায় তারা সকলে নিতে পারেন না, তারা ওই কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের পাচন্দর ইউপির কৃষ্ণপুর বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক ‘ম্যানেজার’ মনির হোসেন বিয়ের প্রলোভন দিয়ে ইউপির জশপুর এলাকার স্বামী পরিত্যক্ত জনৈক মহিলার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ঘটনাটি সাধারণের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এ অবস্থায় ভিকটিম মনিরকে বিয়ের চাপ দিলে তিনি তাকে বিয়ে করতে অসম্মতি জানিয়ে পুরো ঘটনা অস্বীকার করেন। এদিকে ভিকটিম মনির হোসেনের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিতে গেলে কৌশলে তাকে ফিরিয়ে আনা হয়। স¤প্রতি এ ঘটনায় উপজেলা ভাইস-চেয়ারমানের ‘পুরুষ’ কার্যালয়ে সালিশ বৈঠক বসায়। সালিশ বৈঠকে মনির হোসেনের ৮০ হাজার টাকা জরিমানা করে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। এব্যাপারে তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লার ‘০১৭২৮-৯৩৫৯২৯’ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব অভিযোগ সঠিক নয়, তাদের দু’জনার মধ্যে ভূল বোঝাবুঝির জন্য ৮০ হাজার টাকা জরিমানা করে আপোষ-মিমাংসা করে দেয়া হয়েছে। তিনি বলেন, তার কার্যালয়ে কোনো সালিশ বৈঠক বসানো হয়নি শুধুমাত্র লেখাপড়া করা হয়েছে। তিনি আরো বলেন, বাদির কোনো অভিযোহ নাই কাজেই এ ঘটনায় কোনো খবর প্রকাশ করা হলে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। এব্যাপারে গ্রামীণ ব্যাংক ম্যানেজার মনির হোসেনের সঙ্গে ‘০১৭১৩-৭০১০৩১’ যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার কোনো বক্তব্য নাই কিছু জানার থাকলে তিনি উপজেলা ভাইস চেয়াম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ‘ওসি’ মির্জা আব্দুস সালাম বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেস্টার অভিযোগ আপোষযোগ্য অপরাধ নয়, এই ঘটনা তিনি লোক মূখে শুনেছেন কিšত্ত কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে, এছাড়াও এ বিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে দেখা হবে।