Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

77মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় মঙ্গলবার বিকেলে ২টায় জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে এ কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম। কাবাডি খেলায় ৬টি উপজেলা অংশ গ্রহণ করবে। এছাড়াও পুলিশ ও মুন্সীগঞ্জ পৌরসভা খেলায় অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় সিরাজদিখান-টঙ্গীবাড়ি, লৌহজং-মুন্সীগঞ্জ সদর খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সিরাজদিখানকে হারিয়ে টঙ্গীবাড়ি দল বিজয়ী হয়। পরবর্তীতে লৌহজংকে হারিয়ে মুন্সীগঞ্জ সদর বিজয়ী হয়েছে। খেলা শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুন অর-রশীদ (সার্বিক, শিক্ষা ও আইসিটি)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুচ আলী, মুন্সীগঞ্জ বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ প্রেস কøাবের সভাপতি মো. রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক সোনীয়া হাবিব লাবনী, সাংবাদিক আরিফ উল ইসলাম, এড. মু আবুসাঈদ সোহান, এড. লাবলু মোল্লা ও সেতু ইসলাম, কায়সার সামির প্রমুখ।