খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা.,বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা”এই স্লোগান কে সামনে নিয়ে পঞ্চগড়ে আন্তজার্তিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় মানব কল্যান পরিষদ একটি বর্ণাঢ্য সাইকেল র্যালীর আয়োজন করে। আনুষ্ঠানিকভাবে এ বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মসদ গোলাম আজম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আলিম খান ওয়ারেশী ,অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, মানব কল্যাণ পরিষদের মিজানুর রহমান, মানবকল্যান পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাইকেল র্যালীটি পঞ্চগড় সদর উপজেলার দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জাগায় গিয়ে শেষ হয়। সাইকেল র্যালীতে দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী অংশ নেন। র্যালী শেষে দেওয়ান হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন পরিষদে এই প্রথম ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচীর পল্লী সমাজ ও ইউনিয়ন সমাজ সংগঠন যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এতে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মুসা কলিমুল্লাহ,ব্র্যাক সিইপি জেলা ব্যবস্থাপক তপন টি মিনস,কর্মসুচী সংগঠক ফাতেমা খাতুন,শিক্ষা কর্মসুচীর আঞ্জুমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরডিআরএস বাংলাদেশ এর খ্াদ্য নিরাপত্তা সুসাশন প্রকল্পের ব্যবস্থাপনায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেকের হাট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনার আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান,আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর কর্মসুচী ব্যবস্থাপক হাসিনা পারভিন,কৃষি কর্মকর্তা ফিরোজ বুলবুলসহ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।