খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: গাজীপুরের টঙ্গীতে ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি জঙ্গি নেতা মুফতি হান্নানসহ অন্য আসামিদের বহনকারী পুলিশের প্রিজনভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপকারী মোস্তফা কামালের এক সহযোগীকে পিস্তল ও গুলিসহ আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে নরসিংদী থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম মো. সবুজ (২৩)। তার বাড়ি নরসিংদী সদরে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে মোস্তফা কামালের সহযোগী সবুজকে একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলিসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।