Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭:  জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার বার্ষিক কর্মপরিকল্পনা, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শহরের পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান শাওন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, সরকারি শিশু পরিবারের (বালিকা) সহকারি শিক্ষক ফরিদা পারভীন ও সেভ দ্য চিলড্রেনের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোস্তাফিজুর রহমান সৈকত।
বক্তব্য রাখেন, ন্যাশনাল চিলডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মনির হোসেন মিলন, জেলা ভলান্টিয়ার মারফিয়া সিলভী, সাধারণ সম্পাদক খন্দকার ওমর আল সানি মুগ্ধ, কার্যনির্বাহী সদস্য রকিবুদ্দৌলা রনি ও জান্নাতুল মাওয়া। সভায় বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার ভলান্টিয়ার মো. তাওহীদ তুষার।
এবছরে ২০টি কর্মসুচি বাস্তবায়নে কাজ করবে এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার সদস্যরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন হাসি, নুরজাহান, খাদিজা এবং সংগীত পরিবেশন করেন মেহেদী হাসান, মুহিব প্রমুখ।