খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: আলমগীর হোসেন, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে র্যাব সদস্যের স্ত্রীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অন্য একটি ধারায় প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।
বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক ওই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার শিকেওয়া বুনিয়া এলাকার মো. আবুল বাশার হাওলাদার (৩৩) এবং একই উপজেলার তিওকাটা এলাকার হারুন ওরফে বাবুল মিয়া (৪৬)। রায় ঘোষণার সময় আবুল বাশার আদালতে উপস্থিত থাকলেও অন্য আসামিরা পলাতক রয়েছেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, নিহত সালমা সুলতানা সাথীর স্বামী শেখ ওমর আলী বিজিবির নায়েক পদে কর্মরত ছিলেন। পরে তিনি প্রেষণে র্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে যোগ দেন। পরে সেখানে কর্মরত থাকার সময় ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।
পরে ওই দিনই সালমার স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে মামলার তদন্ত কর্মকর্তা এএসপি মো. সামসুল হক ওই মামলায় মো. আবদুল বাশার হাওলাদার, মো. হারুন ঘরামী ওরফে বাবুল, মো. সোনা মিয়া, রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে (৮মার্চ ২০১৭ইং) দুপুরে আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদন্ড ও অর্থদন্ড দেয় আদালত। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষে পিপি মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামিপক্ষে এ্যাডভোকেট মো. আসলাম সিকদার।