Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

52খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭:   সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, দিন দিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত হচ্ছে। আর এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার নির্বিশেষে সকল ধর্ম, জাতি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি দেশের সকল মানুষের একটিই পরিচয় আমরা বাঙালী। ১৯৭১ সালে সকল ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িকতা, ক্ষুদ্র স্বার্থ ভুলে গিয়ে দেশের মুক্তির জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। তাই বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকার সকলের ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
তিনি বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলার পতœীতলা উপজেলা সদরে মামুদপুরে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী’র ভবন নির্মান কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।
নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, পুলিশ সুপার মোজাম্মেল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বাকীউল্লাহ, নওগাঁ পৌর আ’লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, পতœীতলা উপজেলা আওয়ামলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধূরী, আদিবাসী নেতা নরেন পাহান, জোতিন টপ্পসহ ক্ষুদ্রনৃগোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংস্কৃতিমন্ত্রী বলেছেন, দেশের যে অঞ্চলে যা কিছু ইতিহাস ঐতিহ্য রয়েছে সেই সব চাহিদার উপর নির্ভর করে এব্ং তা চর্চ্চার জন্য প্রয়োজনীয় একাডেমী গড়ে তোলা হচ্ছে। কারন আমরা চাই বাংলাদেশের মুল সংস্কৃতির পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের যে ঐতিহ্য আছে, যে সংস্কৃতি আছে তা বিকশিত করতে সরকার কাজ করছে।
তিনি আরো বলেন, ইতোমধ্যে কক্সবাজার, খাগড়াছড়ি, রামু, মানিকগঞ্জ, দিনাজপুর, রাঙ্গামাটি ও বিরিশিরিসহ অন্যান্য জেলায় একই ধরনের একাডেমী নির্মানের উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে এই ছোট ছোট প্রচেষ্টা একদিন বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হবে। মোট ৫ কোটি ৬০ লাখ ৭১ হাজার টাকা ব্যায়ে গণপূর্ত বিভ্গা পতœীতলা উপজেলা সদরে এই ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমী’ নির্মান করছে।
এদিকে, সংস্কৃতিমন্ত্রী এর আগে মঙ্গলবার রাতে নওগাঁ জেলা সদরে করোনেশন হল সোসাইটি মঞ্চে ৬ দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করেন। স্থানীয় সামাজিক সংগঠন বন্ধু’৮৪ এই নাট্যোৎসবের আয়োজন করে। বন্ধু’৮৪-এর আহবায়ক রবিউল করিমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান এবং পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্ধু’৮৪-এর সদস্য সচিব আসাদুজ্জামান পলাশ।
নাট্যোৎসবের উদ্বোধনী দিনে দেশের প্রখ্যাত নাট্য সংগঠন ঢাকা আরন্যক মামুনুর রশিদের “রাঢ়াঙ” নাটকটি মঞ্চস্থ করে। এ ছাড়াও উৎসবে পর্যায়ক্রমে ঢাকা থিয়েটারের “ পঞ্চনারী আখ্যান”, বগুড়ার চৌপাশ নাট্যাঞ্চলের “ এখন দুঃসময়, ঢাকা প্রাচ্যনাট্যের “সার্কাস সার্কাস” ঢাকা থিয়েটার আর্ট ইউনিটের “ আমিনা সুন্দরী” এবং নওগাঁ করোনেশন হল সোসাইটির “ শিখন্ডি কথা” মঞ্চায়িত হবে।