খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: অবিশ্বাস্য হলেও সত্য। গতকাল বুধবার সকালে ডুমুরিয়া হাসানপুর গ্রামের জাহান আলী গাজীর একটি শংকর জাতের গাভী দুই মাথা, ৩ কান, ৪ পা ও ৪ চোখ বিশিষ্ট একটি বকনা বাচ্ছা প্রসব করেছে। বাচ্ছাটির দু’মুখের একটিতে দাত রয়েছে। গরুর মালিক ফিডার দিয়ে বাচ্ছাটির মুখে দুধ পান করালে অন্য মুখদিয়ে তা বের হয়ে যাচ্ছে। তবে এখনো বাচ্ছাটি জীবিত রয়েছে। অদ্ভুত আকৃতির ওই গরুর বাচ্ছাটি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষ ভীড় জমাচ্ছে।