খােলা বাজার২৪।। বুধবার, ৮ মার্চ ২০১৭: ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একই গ্রামে অগ্নিকান্ডে ২৮ পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ধনতলা ইউনিয়নের হবিপাড়া গ্রামের এনায়েতুল্লার ঘর থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। গভীর রাতে আগুন লাগার কারনে কেউ টের না পাওয়ায় আগুন আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। বাড়িতে আগুন লাগার বিষয়টি খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ধনতলা ই্উনিয়ন চেয়ারম্যান সমর চ্যাটার্জি জানান, বুধবার রাতের অগ্নিকান্ডে প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউ টিন দেওয়ার আশ্বাস দেন।