খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭:মনোহরদী পৌরসভা মেয়র মো. আমিনুর রশিদ সুজন গতকাল বৃহস্পতিবার পৌরসভার চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯০ জন শিক্ষার্থীর মাঝে উন্নতমানের টিফিনবক্স বিতরণ করেন। বৃহস্পতিবার চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র তার নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে এ সব টিফিনবক্স বিতরণ করেন।
চকমাধবদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো.বাশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,এ সরকার বিণামূল্যে সকল প্রতিষ্ঠানে বই বিতরণ ও উপবৃক্তির ব্যবস্থা করেছেন।
এ ছাড়াও সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। শিক্ষার মান উন্নয়ন নিয়ে তিনি শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীদের আরো বেশি মনোযোগী হওয়ার ও পরামর্শ দেন। শিক্ষা ক্ষেত্রে সকল উন্নয়নে তিনি সব সময় পাশে থাকারও প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো.জাকির হোসেন আকন্দ বাবুল। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর টুটুল,ডা.মোতালিব,ডা.আব্দুল মতিন ও আশকারি প্রমুখ।