খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: গনতন্ত্র,সমতা ও ন্যায়বিচার ভিত্তিক উন্নয়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (নাজমুল-আম্বিয়া) জাসদ পঞ্চগড়ে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জাসদের নেতা কর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ। বক্তারা গনতন্ত্র,সমতা,ও ন্যায় বিচার ভিত্তিক উন্নয়নের দাবি জানান।