খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: দিনাজপুর হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মাস উপলক্ষে মিছিল বের করে। ৯ মার্চ বৃহস্পতিবার হাবিপ্রবি ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন ও মমিনুল হক রাব্বির নেতৃত্বে ক্যাম্পাস চত্বর থেকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে মিছিল বের করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান মিলন. মামুন অর রশিদ, সাকিব ফয়সাল, নুর ইসলাম, মোমিনুল ইসলাম মুনেম, নাজমুল হোসেন, তন্ময় দত্ত, সুজন ইসলাম, মাহাফুজার রহমান, ফাহিম আরশাদ,জাকির হোসেন, মানিক, রাজা, আলাউদ্দিন, অপূর্ব, জামান প্রমুখ।