Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

gazipurখােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭:  গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার সাইনবোর্ড এলাকায় ইস্ট-ওয়েস্ট গ্রুপের একটি পোশাক কারখানায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার সকালে সাইনবোর্ড এলাকার রোমানা ফ্যাশন কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানাযায়, শ্রমিকরা বৃহস্পতিবার সকালে নিয়মিত কাজে যোগ দিতে এসে গেইটে কারখানা বন্ধের নোটিশ দেতে পেয়ে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ উত্তেজিত শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পুলিশ ও শ্রমিকের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শ্রমিকদের রাস্তা থেকে সরাতে কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন শ্রমিক। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শিল্প পুলিশ (২)-এর এএসপি রায়হান আকন্দ জানান, শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে কারখানাটি হঠাৎ করে গত রাতে (বুধবার) বন্ধের নোটিশ দিয়ে গেটে তালা লাগিয়ে দেয় কতৃপক্ষ। কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করে । একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।
এ সময় পুলিশ শ্রমিকের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এবং শ্রমিকদের রাস্তা থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
পরে পুলিশ মালিকপক্ষের সাথে কথা বলে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলে সকাল পৌনে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।