নাটোরের লালপুর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। নাটোরের নারী ও শিশু নির্যাতন আইন আদালতের বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় দেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২১ মে নিজ পুত্রবধূকে ধর্ষণ করেন জামাল হোসেন নামে এক ব্যক্তি। এ ঘটনায় ওই নারী জামাল হোসেনের বিরুদ্ধে লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ প্রায় ১০ বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে আসামি জামাল হোসেন উপস্থিত ছিলেন।