খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ৮ জেলার অনুর্দ্ধ-১৮ যুব ফুটবল দল নিয়ে সুনামগঞ্জে জাতীয় যুব ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৭ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্টপোষকতায় ও সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধি বদরুল আলম টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রাজা, ,জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাকের, সহ সভাপতি পারভেজ আহমেদ চেীধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে কুমিল্লা জেলা ও ব্রাক্ষনবাড়ীয়া জেলার অনুর্দ্ধ-১৮ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা ১-০ এগিয়ে আছে। বিকেল সাড়ে চারটার অপর খেলায় অংশ নিবে সুনামগঞ্জ অনুর্দ্ধ-১৮ দল বনাম নরসিংদী অনুর্দ্ধ-১৮ দল।
এছাড়া প্রতিদিন ২টি করে ম্যাচ অনুষ্টিত হবে। এই টুর্নামেন্টে বাকি দল গুলো হলো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও চাঁদপুর। আগামী ১৮মার্চ ফাইনাল খেলা অনুষ্টিত হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা বদরুল আলম টুটুল জানান বাংলাদেশের তৃলমুল থেকে ফুটবল খেলোয়ার খুজে নেওয়ার উদ্দ্যোশেই মুলত এ টুর্ণামেন্টের আয়োজন করনা হয়েছে।