খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭: ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন বলেন ,শিশু বিবাহ প্রতিরোধে ভোলাকে বাংলাদেশের মডেল জেলা হিসাবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সমাজের কিশোর-কিশোরীদের সচেতন করা, স্কুল ক্যাম্পেইন, সমাজের কাজী, ঈমাম ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করা হবে।
বৃহস্পতিবার ভোলায় সামাজিক রীতি পরিবর্তন চ্যাপ্টার সদস্যদের এক সভায় প্রধান অতিথি হিসাবে বক্ত্যবে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অনেক শিক্ষার্থীরা স্কুল থেকে শিশুরা ঝড়ে পরছে।
তারা আরো বলেন, শিশু বিবাহ পরিবার দেশ, সমাজ ও জাতির জন্য অভিশাপ। কোন অবস্থাতেই মেয়েদের ১৮ বছর আগে এবং ছেলেদের ২১ বছর আগে বিয়ে দেয়া যাবে না।
আর কেউ যদি বিবাহের ব্যবস্থা করে থাকে তার শিশু বিবাহ আইনে তার শাস্তি পেতে হবে। এর জন্য আমাদের শিশুবিবাহ বন্ধে ঐক্যবদ্ধ ভাবে বাল্য বিবাহ কে ‘না’বলতে হবে।
এছাড়াও শিশু শ্রম, জন্ম নিবন্ধন, শিশু শাস্তি নিয়ে কর্মপরিকল্পানা তৈরি করা হয়।
সভায় অতিরিক্তি জেলা প্রশাসক ( সাবির্ক) সুভ্রত কুমার সিকদার এর সভাপত্বিতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিসেফ বরিশাল বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ, প্রোগ্রাম অফিসার সঞ্জিত কুমার দাস। এছাড়া আরও বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শঙ্কর কুমার, প্রবীন সাংবাদিক আবু তাহের, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুল কুদ্দুস নোমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আকতার হোসেন, ভোলা পৌর সচিব আবুল কালাম আজাদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির, কোস্ট ট্রাস্ট ( ইসিএম) প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান, প্রধান শিক্ষক মু. আবু তাহের, সাংবাদিক আদিল হোসেন তপু, আনোয়ার পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন ।