খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নোয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।
এরআগে সকাল ৯টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আগামী ১২ মার্চ রোববার নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সফল করতে প্রস্তুতি সভা করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নোয়াখালী জেলা শাখা।
প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নোয়াখালী জেলা শাখার আহবায়ক অধ্যাপক জাকির হোসেন বাবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজ্জামেল হক মিলন।
সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সদর উপজেলা শাখার সদস্য সচিব মো. সোহাগ আলমের সঞ্চালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব ভিপি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সদস্য তাজুল ইসলাম, সদর উপজেলা শাখার আহবায়ক আনোয়ার উল্যাহ বাদল, সদস্য আবু শাহাদাৎ স্বপন, মাহবুবুর রহমান স্বপন, সুবর্ণচর শাখার আহবায়ক সানাহ উল্যা।
আগামী ১২ মার্চ রোববার নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন সফল করতে সভায় বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়।