খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: বাংলাদেশের তৈরি পোষাক খাতকে আরো এগিয়ে নিতে শ্রমিক, কর্মকর্তা, মালিক এমনকি ক্রেতাদেরও এক যোগে কাজ করার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া শিল্পাঞ্চলে ইউএসএইডের সহায়তায় পরিচালিত পোষাক খাতের উন্নয়নের কাজ করা তিনটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
এসময় বার্নিকাট বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোষাক প্রস্তুত কারক দেশ। বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে আমেরিকা বাংলাদেশের এই খাতকে আরো শক্তিশালী এবং সফল দেখতে চায়। এটি করতে হলে এই খাতের সঙ্গে সম্পর্ক্যযুক্ত শ্রমিক, কর্মকর্তা, মালিক ও বিদেশী ক্রেতাদের একযোগে কাজ করতে হবে। যারা এই দেশের প্রতিনিধিত্ব করেন এবং সরকারীভাবেও সহযোগীতার হাত বাড়াতে হবে।
শ্রমিকদের অধিকারকে হিউম্যান রাইটস উল্লেখ করে বার্নিকাট বলেন, প্রতিটি কারখানায় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের কথা বলার সুযোগ থাকা দরকার। শ্রমিকদেরও তাদের অধিকার এবং দায়িত্ব জানা দরকার। রানা প্লাজা দূর্ঘটনার পর এ খাত ঘুরে দাড়িয়েছে। নিরাপত্তা এবং সচেতনতা দুটোই বেড়েছে। তবে এ খাতকে আরো এগিয়ে নিতে হবে। জিএসপি ফিরে পেতে হলে যুক্তরাষ্টের দেয়া শর্ত গুলো পুরন হতে হবে।