Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: লালমনিরহাটের হাতীবান্ধায় “দূর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন”-এই শ্লোগানকে সামনে রেখে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।

কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, ভুমিকম্প সম্পর্কে সচেতনতা সূষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস জোয়ানদের ভুমিকম্প মহড়া ও আলোচনা সভা। এ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাতীবান্ধা এস এস হাইস্কুল মাঠে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ এনামূল কবিরের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এতে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন.উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, পিআইও ফেরদৌস আহমেদ, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা স্কাউটস এর সাধারন সম্পাদক তবিবর রহমান, প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান জুয়েল, ফায়ার সার্ভিসের ইনচার্জ আ: রহমান ও এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ।