Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: বান্দরবানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় “রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পালিত হয়েছে মানববন্ধন। এসময় দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের মাহমুদা সোলতানা ইসপা ও বান্দরবান সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর প্রাত শাখার এক শিক্ষার্থীসহ ২শিক্ষার্থী অজ্ঞান হবার খবর পাওয়া গেছে। এ বিষয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেবেকা সোলতানা জানায়, সকাল সাড়ে আটটার সময় তাদেরকে প্রথমে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে শপথ বাক্য পাঠ করানোর পর কড়া রোদে মানববন্ধনে দাড়াতে বাধ্য করা হয়। সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উর্মি ও মনি জানায়, দুই শিক্ষার্থী অজ্ঞান হয়ে যাবার পর আমরা সকলে ভয় পেয়ে স্যারকে বলেছি। তারপরও জোর করে আমাদেরকে রোদে দাঁড়িয়ে মানববন্ধন করতে বাধ্য করেছে। এর মধ্যে আমাদের গরমে অসহ্য মাথা ব্যথা শুরু হয়েছে। প্রায় ২ঘন্টা ধরে আমরা সবাই রোদে দাঁিড়য়ে আছি।

এ ব্যাপারে সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ছাত্রী অজ্ঞান হয়ে গেলেও আমাদের কিছু করার নাই। কারণ এই মানববন্ধন করার জন্য শিক্ষা মন্ত্রীর নির্দেশ রয়েছে।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, একঘন্টা মানববন্ধনের জন্য সরকারী নির্দেশ রয়েছে। তাই আমাদের কিছু করার নাই। তবে রোদে দাড়িঁয়ে মানববন্ধন অমানবিক বলেও তিনি স্বীকার করেছেন।