খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: “রুখবো দুর্নীতি,গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ভোলায় দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ১০ মার্চ (শুক্রবার) সকালে দুর্নীতি দমন কমিশন, সমন্মিত জেলা কার্যালয়,বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি,ভোলা জেলা এর সহযোগীতায় ভোলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে।
মানববন্ধন শিক্ষার্থীদের শপথ পড়ান জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন ।
মানব বন্ধনে উপস্থিত ছিল ভোলা জেলা প্রশাসক মোহং সেলিম উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হোসনেয়ারা চিনু,সাধারন সম্পাদক মোবাশ্বের উল্যাহ চৌধুরী,হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সাধারন সম্পাদক মো: হোসেন প্রমুখ।