খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: ‘মোমিন মেহেদী : নতুনধারার রাজনীতিক’ গ্রন্থের পাঠোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী ও তাঁর রাজনৈতিক দেড় যুগের কর্মকান্ড নিয়ে অ্যাডভোকেট ফারুক আহমেদ ও সাংবাদিক মনির জামান রচিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আজ (১০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ।
নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান এইচ আর শাকিল, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম কামাল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রধান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির জামান, নারায়ণগঞ্জ এনডিবি’র উপদেষ্টা আহমেদুল খান কিরন, টিএম আলী ফরহাদ শিমুল, জোবায়ের মাদবর, শেখ রেজাউল করিম, সরদার সোহেল রানা প্রমুখ।
বক্তারা এসময় আরো বলেন, মোমিন মেহেদীর রাজনৈতিক কর্মকান্ড প্রমাণ করে রাজনীতিকে তিনি নিজের জন্য নয়; দেশ ও মানুষের জন্য নিবেদন করেছেন। নিজের কথা নয়, সংসারের কথা নয়; কেবলই দেশ ও মানুষের জন্য নিবেদিত থাকা কালোহীন আলোকিত সমাজ গড়ার রাজনীতিক-নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী’র নতুনতন্ত্র শুধু বাংলাদেশ নয়; সারা বিশ্বের মানুষের রাজনৈতিক জীবনে নতুন মাত্রা যোগ করবে। যে মাত্রায় অন্ধত্ব নয়; স্বচ্ছতা-সততা আর রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে আলোকিত করবে বাংলাদেশ তথা সারা বিশ্ব…।