খােলা বাজার২৪।। শুক্রবার, ১০ মার্চ ২০১৭: টঙ্গীতে স্কুল পোশাক পড়া অবস্থায় এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পশ্চিম আরিচপুর এলাকার রুহুল আমিনের বাসা থেকে ওই স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রীর নাম ঝর্ণা আক্তার (১২)। সে আরিচপুর সরকারি স্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। নিহত ঝর্ণা কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার জাবেদ মিয়ার মেয়ে। জাবেদ মিয়া টঙ্গী থানা পুলিশের সোর্স হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছিল।
নিহতের বাবা জাবেদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি আমার কর্মস্থলে থাকা কালীন আমার বাড়িওয়ালা ফোনে মেয়ের মৃত্যুর খবর জানায়। মেয়ের মৃত্যুর খবর শুনে দ্রুত বাসায় এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখি। তিনি আরো বলেন, গত দুই মাস ধরে স্থানীয় আকতার হোসেনের বখাটে সন্তান হাসান ও তার সহযোগীরা স্কুল থেকে ফেরার পথে আমার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে এলাকার স্থানীয়দের বেশ কয়েকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। ঘটনার পর বাসায় এসে আশপাশের লোকজনের কাছে জানতে পারি আমার মেয়ে স্কুল থেকে বাসায় ফেরার পর হাসান সহ তিন বখাটে কিশোর বাসার সামনে মেয়েকে উচ্চস্বরে ডাকাডাকি করে। এর কিছুক্ষন পর মেয়ের কোন সাড়া শব্দ পাওয়া যায়নি।
বাড়ির মালিক রুহুল আমিনের স্ত্রী সাথি বেগম জানান, নিহতের পরিবার গত দুই মাস যাবৎ আমার বাড়িতে ভাড়া থাকে। এই দুই মাসের মধ্যে তাদের পারিবারিক কোন ঝগড়া বিবাদ দেখিনি। তবে বেশ কিছুদিন যাবৎ তাদের আগের বাসার ভাড়াটিয়া আকতারের সাথে দ্বন্দ চলছিল। এ বিষয়টি এলাকার সবাই জানে।
টঙ্গী মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, এ ব্যাপারে থানায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলার অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।